in

করোনায় আক্রান্ত বিশ্ববরেণ্য আলেম ড. ইউসুফ আল কারাজাভি


প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০২১

ছবি : সংগৃহীত

বিশ্ববরেণ্য ইসলামী স্কলার শায়খ ড. ইউসুফ আল কারাজাভি করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিখ্যাত এই মুসলিম স্কলার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। শনিবার (১৭ এপ্রিল) শায়খ আল-কারাজাভির অফিসিয়াল টুইটার থেকে জানানো হয়, সম্মানিত শায়খ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আলহামদুলিল্লাহ, তার অবস্থা ভালো। পাশাপাশি তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। তিনি তার শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করতে চান এবং তাদের কাছে সুস্থ ও নিরাপদ থাকার দোয়া কামনা করছেন। খবর আরব নিউজ।

ড. ইউসুফ আল কারজাভি ৯৪ বছর বয়সী একজন প্রবীণ মিশরীয় আলেম। ১৯৫৩ সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মিশরের ইসলামী দল মুসলিম ব্রাদারহুডের সক্রিয় সদস্য ছিলেন তিনি। ১৯৬১ সালে মিশর ত্যাগ করে অদ্যবধি তিনি কাতারে বসবাস করছেন। এর মধ্যে ২০১১ সালে একবার তিনি মিসর যান।

ড. ইউসুফ কারজাভি ১৯৭৭ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ফ্যাকাল্টির প্রতিষ্ঠা করেন। একই সময় তিনি সেন্টার ফর সিরাহ এন্ড সুন্নাহ রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং অদ্যবধি তিনি এর সভাপতি হিসেবে আছেন। ১৯৯৭ সালে ইউরোপীয়ান কাউন্সিল ফর ফতোয়া এন্ড রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং অদ্যবধি তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

নাঈম/নিএ

Source link

What do you think?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

ভারতে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ | BD24Live.com

হেফাজত ইসলামের নেতা মামুনুল হক আটক